তফসিলকে স্বাগত জানিয়ে ঈশ্বরদীতে আওয়ামীলীগের আনন্দ মিছিল 

ঈশ্বরদী
আনন্দ মিছিলের একাংশ  © বাংলাদেশ মোমেন্টস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই তফসিলকে স্বাগত জানিয়ে পাবনার ঈশ্বরদীতে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে  উপজেলার খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে বাজারের এক নম্বর গেট এলাকায় এসে শেষ হয়। এ সময় 'এইমাত্র খবর এলো, তফসিল ঘোষণা হলো' ‘৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন’স্লোগানে মুখরিত হয় রাজপথ।

পাবনার-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের দিক নির্দেশনায় মিছিলের নেতৃত্ব দেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা।  এর আগে তফশিলকে স্বাগত জানাতে ও আনন্দ মিছিলে যোগদান করতে উপজেলা ও পৌর আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালের সামনে জড়ো হতে দেখা যায়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সজিব মালিথা যুবলীগ নেতা মিলন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল কায়েস দারা, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি মফিকুল ইসলাম মুকুল,  সাবেক জিএস জাহিদ হোসেন , উপজেলা তাঁতীলীগের সভাপতি বাদশা আলমগীর আকমল প্রমূখ।


মন্তব্য