ফেনীতে দাড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন
- ফেনী প্রতিনিধিঃ
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১০:৫৮ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৩, ১০:৫৮ PM

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা সুগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহিপাল মহাসড়কের পাশেই বাসটি দাঁড়ানো অবস্থায় ছিলো। হঠাৎ দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে চলে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের সিটসহ বেশিরভাগই পুড়ে যায়।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, খবর পেয়েই আমরা ছুটে যাই। আগুন নেভাতে চেষ্টা করি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনাস্থলে সিসিটিভি না থাকায় দুর্বৃত্তদের চিহ্নিত করতে সেখানে কোনো ফুটেজ পাওয়া যায় নি। তবে তারা ঘটনাটি খতিয়ে দেখছেন।