সিলেট ৬ আসনে আ.লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা

আওয়ামী লীগ
  © ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬(গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯ জন নেতা। সোমবার পর্যন্ত দু’দিনে এসব নেতারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী ২১ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমার তারিখ নির্ধারণ করেছে আওয়ামী লীগ। আগামী দুদিনে আরও কয়েকজন মনোনয়নপ্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে বর্তমান সংসদ সদস্য,বর্তমান উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র, কয়েকজন স্থানীয় ও প্রবাসী নেতা রয়েছেন।আর সিলেট বিভাগের মধ্যে  সিলেট-৬ আসনে বেশ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিলেট-৬ আসনে এবারও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ,সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সারওয়ার হোসেন,বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব,গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু,সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জাগিরদার, লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফছার খান সাদেক, যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন।


মন্তব্য


সর্বশেষ সংবাদ