ফটিকছড়িতে বাল্য বিয়ে মায়ের অর্থ দন্ড
- ফটিকছড়ি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১১ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১১ PM

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কিশোরীকে (১৬) বাল্যবিবাহ দেওয়ায় আনোয়ার বেগম (৪৮) নামে এক মহিলাকে বিশ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৪ ঠা ডিসেম্বর ( সোমবার) বিকালে উপজেলার ভূমি ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম এই অভিযান চালিয়ে তাকে জরিমানা করে।
প্রশাসন সূত্রে জানা যায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের মুসলিমপুর ৯ নং ওয়ার্ডে জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী মেয়ের মা মেয়ের বয়স ১৮ বছরের কম হওয়ার কথা স্বীকার করে। আইনগত অভিভাবক হওয়া সত্ত্বেও বেআইনীভাবে নিজের মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টায় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারা লঙ্ঘনের দায়ে তাকে এ অর্থদন্ড প্রদান করে মেয়ে প্রাপ্ত বয়ষ্ক না হওয়া পর্যন্ত নিজের কাছে রাখবেন এবং পাত্রস্থ করবেন না বলে মুচলেকা নেওয়া হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম বলেন জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে অভিযানে সহায়তা করে ভূজপুর থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণ।