এক বেগুনে ১৬০০ পিচ ইয়াবা

ফেনী
  © সংগৃহীত

ফেনীতে বেগুনে ভরে ইয়াবা পাচার করার সময় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি বেগুনের মধ্যে পাওয়া যায় ১৬০০ পিচ ইয়াবা। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ফেনী-নোয়াখালী মহাসড়কের ফেনীর পাঁচগাছিয়া বাজার এলাকায় একটি বাসে এ অভিযান চালায় পুলিশ। আটককৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়ার বাসিন্দা ফারুক (২৫) ও টেকনাফের সাবরাংয়ের মনোয়ারা বেগম (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর পাঁচগাছিয়া বাজার এলাকায় সড়কে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কিছু সবজি পাওয়া যায়। সবজিগুলোর মধ্যে একটি বেগুনের মধ্যে পাওয়া যায় ১৬০০ পিস ইয়াবা।
ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা জানান , এ ঘটনায় আটক এক নারীকে হাসপাতলে নেওয়া হয়েছে। পেটে ইয়াবা আছে কি না পরীক্ষা করে দেখা হবে।