নানান আয়োজনের মধ্য দিয়ে উখিয়ায় মহান বিজয় দিবস পালিত
- কনক বড়ুয়া, উখিয়া প্রতিনিধি:
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ PM

কক্সবাজারের উখিয়ায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। বিজয় দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়।
শনিবার (১৬ ডিসেম্বর) ভোর সকালে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তব অর্পণ করেন উপজেলা প্রশাসন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন এর নেতৃত্বে এই দিবস পালিত হয়েছে। এ সময় সহকারী কমিশনার ভূমি সালেহ আহমদ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবি , উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সাধারণসম্পাদক নুরুল হুদার নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন দের নেতৃত্বে উখিয়া প্রেসক্লাব , শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন উখিয়া শহীদ মিনারে পুষ্প্স্তব অর্পণ করেন।
এইদিন সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন । এ সময় সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী , সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদা উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও শিক্ষক উপস্থিত ছিলেন।
সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী , মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া , মুক্তিযোদ্ধা মধুসূদন দে সহ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য গণ উপস্থিত ছিলেন।