নৌকার মিছিল শেষে হার্ট অ্যাটাকে আ.লীগ নেতার মৃত্যু

বরগুনা
  © সংগৃহীত

বরগুনায় নৌকার মিছিলে গিয়ে নুরুল ইসলাম মুসুল্লি (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।‌ তিনি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে বরগুনা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান জামাল।

তিনি জানান, সন্ধ্যায় বরগুনা শহরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকের মিছিল হয়। এতে অংশগ্রহণ করেন নুরুল ইসলাম মুসুল্লি। মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বসেছিলেন তিনি। এ সময় বসা অবস্থা থেকে হঠাৎ ঢলে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডাক্তার ডেকে তার রক্তচাপ পরীক্ষা করেন। পরে অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।