রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে দুই এসআই আটক
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ১১:৪৬ AM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩, ১১:৪৬ AM

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শাহ আলী থানার দুই উপপরিদর্শককে (এসআই) আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শেরে–বাংলা থানা পুলিশ তাদের আটক করে।
অভিযুক্ত দুই এসআই হলেন—এসআই তুহিন কাজী ও মশিউর রহমান তাপস। বর্তমানে এই দুজনই শাহ আলী থানায় কর্মরত।
নির্দিষ্ট মামলায় তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার মোশাররফ হোসেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো কথা বলতে রাজি হননি তিনি।
চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া গেলে দুই এসআইকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ। তবে কোন মামলায় এবং কোথা থেকে তাঁদের আটক করা হয়েছে—সে ব্যাপারে এখনো জানা যায়নি।