স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আনন্দে দুধ দিয়ে গোসল
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:১৩ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:১৩ PM

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আনন্দে দুধ দিয়ে গোসল করে এলাকাবাসীকে জানিয়েছেন আকতারুল ঢালী নামের এক ব্যক্তি। দীর্ঘ এক যুগের দাম্পত্য জীবনের ইতি টেনে শুক্রবার নিজ বাড়িতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন তিনি। এর আগে বৃহস্পতিবার তার স্ত্রী ওমেনুর বেগম পঞ্চমবারের মতো পাঠানো তালাকনামা পেয়ে অবশেষে সেই কাগজে স্বাক্ষর করেন তিনি।
আকতারুল ঢালী বাগেরহাট জেলার রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলতাফ ঢালীর ছেলে।
জানা যায়, ২০১২ সালে বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামের ইস্রাফিল ইজারাদারের মেয়ে ওমেনুর বেগমের সঙ্গে বিয়ে হয় আকতারুল। তাদের সংসারে আঁখি মনি (১১) ও আরিফুল ঢালী (৬) নামের দুটি সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই সংসারে নানা বিষয়ে স্বামী-স্ত্রীর ঝামেলা হতে থাকে। একযুগের সংসারে ৫ বার স্ত্রীর কাছ থেকে তালাকনামা পেয়েছেন তিনি। এর আগের চারবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের লোকজনের সমঝোতায় স্ত্রীকে সংসারে ফিরিয়ে আনলেও ৫ম বারে নিজে তালাকনামায় স্বাক্ষর করে দুধ দিয়ে গোসল করে বিষয়টি উদযাপন করেছেন আকতারুল ঢালী। বিষয়টি দেখতে প্রতিবেশীরা ভিড় জমান আকতারুলের বাড়িতে।