কক্সবাজারের ৪ টি আসনে কে কতো ভোট পেলো! 

সারাদেশ
  © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪ টি আসনের কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফল সাংবাদিকদের হাতে এসেছে। যদিওবা এ ফলাফল স্থানীয় ভাবে সংগ্রহ করা হয়েছে। সরকারিভাবে ফলাফল ঘোষনা করবেন জেলা রির্টানিং কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান, সে লক্ষ্যে ফলাফল তৈরীর কাজও চলছে। হাতে আসা ফলাফলের দেখা যাচ্ছে কক্সবাজার-১ আসনে (চকরিয়া-পেকুয়া), কেন্দ্র – ১৫৮ টি।

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম-হাতঘড়ি প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮১ হাজার ৯৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম ৫২ হাজার ৮৯৬ ভোট। এ আসনে ৩ টি কেন্দ্র স্থগিত থাকলেও এসব কেন্দ্রের ভোট সংখ্যা ফলাফলকে প্রভাবিত না করায় কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বিজয়ী হয়েছেন।

কক্সবাজার- ২ (মহেশখালী- কুতুবদিয়া ):

কেন্দ্র- ১১৮ টি। এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আশেক উল্লাহ রফিক পেয়েছেন ৯৭ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএফ প্রার্থী শরীফ বাদশা নোঙর প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৪৯৬ ভোট।

কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও):

কেন্দ্র- ১৭৭টি।এ আসনে নৌকা প্রতিকের প্রার্থী সাইমুম সরওয়ার কমল পেয়েছেন ১ লক্ষ ৬৭ হাকার ০২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদ পেয়েছেন ২১ হাজার ৯৪৬ ভোট।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ):

কেন্দ্র- ১০৪ টি। এ আসনে নৌকা প্রতিকের প্রার্থী শাহীন আক্তার পেয়েছেন ১ লক্ষ ২৫ হাজার ৭২৫ ভোট।ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর পেয়েছেন ২৯ হাজার ৯২৯ ভোট। স্থানীয় ভাবে পাওয়া এই কেন্দ্র ভিত্তিক ফলাফলে বিজয়ী হলেন চকরিয়া- পেকুয়ায় সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মহেশখালী- কুতুবদিয়ায় আশেক উল্লাহ রফিক, কক্সবাজার সদর- রামু- ঈদগাঁওতে সাইমুৃম সরওয়ার কমল, উখিয়া-টেকনাফে শাহীন আক্তার।