ফটিকছড়িতে দোকান পুড়ে ছাই, ক্ষতি ২৫ লাখ টাকা

ফটিকছড়ি
  © টিবিএম ফটো

চট্টগ্রামের ফটিকছড়িতে  ৪ টি   দোকানে আগুন লেগে প্রায় ২৫  লক্ষ টাকার মালামাল পুড়ে গিয়েছে। শনিবার  (১৩ ডিসেম্বর ) দিবাগত রাত দুইটার  দিকে এ আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

ঘটনাটি ঘটে উপজেলার বাগানবাজার ইউপির আঁধারমানিক রাস্তার মাথা এলকায়।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো রাব্বির টি স্টল,সাদ্দামের টি স্টল , মানিক সওদাগরের মুদি দোকান,শাহাজাহানের ফার্মেসী, যার ক্ষতির পরিমাণ   ২৫ লাখ টাকা।

পুড়ে যাওয়া রাব্বি টি স্টলের  মালিক মোহাম্মদ রাব্বি বলেন, আমি রাত দশটায় দোকান বন্ধ করে বাড়িতে যায়,রাত দুইটায় খবর আসে দোকানে আগুন লেগেছে, আমার টি স্টল সহ   ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে, আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।তিনি আরো জানান সকলের  প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়,রামগড় ফায়ার সার্ভিস সময় মতো না এলে হয়তো আরো বিপদ হতো।

স্থানীয় ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জসীম উদ্দিন বলেন, আগুনে কয়েকজনের দোকান পুড়ে অনেক ক্ষতি হয়েছে,এখন এই ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে অনেক কষ্ট হবে।