সিরাজগঞ্জের দি ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সরকারী নিয়ম-নীতি অমান্যসহ নানা অভিযোগ
- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
- প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ০৭:১১ PM , আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪, ০৭:১১ PM

সিরাজগঞ্জের দি ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার এন্ড কনসালটেশান সেন্টারের বিরুদ্ধে সরকারী নিয়ম-নীতি অমান্যসহ নানা অভিযোগ উঠেছে।
জানা গেছে, সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের হরিণা পিপুল বাড়ীয়া বাজার নামক স্থানে মদিনা কমপ্লেক্স বিল্ডিং এর নীচতলায় এই ডায়াগনস্টিক সেন্টারটি গড়ে তোলে সদর উপজেলার ১নং রতনকান্দি ইউনিয়নের একডালা উত্তর সাকিনের মৃত মোজাম্মেল হকের চতুর্থ সন্তান রেজাউল করিম জিন্নাহ।
জিন্নাহ সরকারী নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডিএমএফ ডিগ্রীধারীদের (ডিএমএফ-ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকল্টি) দিয়ে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিচ্ছে। এমনকি আল্ট্রসনোগ্রাফীর মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার রিপোর্টও তৈরি করে ওই ডিএমএফ ধারীরা। নেই এক্সরে মেশিন চালানোর জন্য টেকনোলজিস্ট।
এছাড়াও রেজাউল করিম জিন্নাহ একটি ডায়াগনস্টিক সেন্টার চালু করতে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ না করা, ব্যাংক এ্যাকাউন্ট না খোলা, কর্মচারী বেতন ও আয় ব্যয় রেজিস্ট্রার মেইনটেইন না করা, এক্সরে মেশিন চালানোর জন্য পরমাণু কমিশনের রেজিষ্ট্রেশন না নেওয়া, কল- কারখানা অধিদপ্তরের সনদ না থাকা, ডায়াগনস্টিক সেন্টারের নিজস্ব পাকা ল্যাট্রিন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মল-মূত্র যত্রতত্র উন্মুক্ত ভাবে ছড়িয়ে-ছিটিয়ে রাখাসহ হাসপাতাল না হওয়া স্বত্তেও রুগী ভর্তি করে নরমাল ডেলিভারি করাতে গত ২০২১ সালে মার্চ মাসে একটি নবজাতককে মেরে ফেলা ইত্যাদি অনিয়ম কে জায়েয করে ডায়াগনস্টিক সেন্টারটি চালিয়ে আসছে।
এ ছাড়াও রেজাউল করিম জিন্নাহ তার ডায়াগনস্টিক সেন্টারে উঠতি বয়সী মেয়েদের চাকুরী দেওয়ার নামে তাদেরকে নিয়ে প্রতিনিয়ত অসামাজিক কাজে লিপ্ত থাকে বলে পার্শ্ববর্তী দোকান কর্মচারী, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়।
সার্বিক বিষয়ে দি ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী রেজাউল করিম জিন্নাহ জানান, ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ মিথ্যা বলে তিনি দাবী করেন। তবে নিয়ম-নীতি বর্হিঃভূত ও অবৈধভাবে গড়ে ওঠা ঐ ডায়াগনস্টিক সেন্টার চালিয়ে সাধারণ জনগণকে জিম্মি করে চিকিৎসার নামে প্রতারণা করে রেজাউল করিম জিন্নাহ কোটিপতি বনে গেছেন বলে ভূক্তভোগী এলাকাবাসীর দাবী। একইসাথে অবৈধ পথে উপার্জনকারী রেজাউল করিম জিন্নাহ’র এহেন অপকর্মের তদন্ত করে বিহিত ব্যবস্হা গ্রহনের জন্য সিরাজগঞ্জের সিভিল সার্জন ও দূর্নীতি দমন কমিশনের(দুদক) হস্তক্ষেপ কামনা করেছেন ঐ এলাকার সচেতন জনসাধারণ ।