ফটিকছড়িতে কৃষি জমির মাঠে কাটায় ৫০ হাজার টাকার জরিমানা স্কেভেটর জব্দ

ফটিকছড়ি
  © সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে  ফসলি জমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার  টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে একটি  স্কেভেটর।

রবিবার (২৮  জানুয়ারি) দিনগত রাত ১ টায় ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের মহানশপাড়া সংলগ্ন এলাকায়  অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডিত ওই ব্যক্তি হলেন ওই এলাকার নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম । 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফসলি জমির মাটি কেটে পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। হারুয়ালছড়ি ইউনিয়নের মহানশপাড়া সংলগ্ন এলাকায়   মাটি কাটার সঙ্গে যুক্ত একটি স্কেভেটর জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ স্বীকার করে নেয়ায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় । নইলে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।


মন্তব্য