পটুয়াখালীতে ইয়াবা-গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ ডিবি'র জালে নারী কারবারি আটক

পটুয়াখালী
  © সংগৃহীত

পটুয়াখালীর টাউন জৈনকাঠী থেকে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ জেলা গোয়েন্দা পুলিশের জালে মোসাঃ রাহিমা বেগম (৪৭) নামের এক নারী মাদক কারবারি আটক হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৭ টার দিকে এসআই(নিঃ)/সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পটুয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের টাউন জৈনকাঠী এলাকায় মাদক উদ্ধার অভিযানে বসত ঘরের সামনে থেকে ওই কারবারিকে আটক করেন।

আটক রাহিমা বেগম জেলার টাউন জৈনকাঠী এলাকার মোঃ খলিল মৃধার স্ত্রী এবং মৃত. ইয়াছিন হাওলাদারের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি নীল রংয়ের পলিথিনে মোড়ানো ২টি প্যাকেটে ১ কেজি গাঁজা, ছোট সাদা রংয়ের এয়ার টাইট জিপারের মধ্যে ৫০ পিচ ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকাসহ তাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বাংলাদেশ মোমেন্টসকে বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, মাদক নিমূর্লে আমরা বদ্ধপরিকর। আমাদের এ অভিযান চলমান থাকবে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ