ফের বেড়েছে শীতের তীব্রতা, ৫ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

আবহাওয়া
  © ফাইল ছবি

দে‌শের ক‌য়েক জায়গায় মৃদু শৈত‌্যপ্রবাহের কারণে সারা দেশে রাতের তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি কমে ফের বেড়েছে শীতের তীব্রতা। ত‌বে আবহাওয়া অফিস জানিয়েছে, এটিই ছিল এই বছ‌রের শেষ শৈত‌্যপ্রবাহ। আজ শুক্রবার র‌াত থে‌কেই বাড়‌তে পা‌রে তাপমাত্রা।

আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া‌বিদ কাজী জেবু‌ন্নেছা ব‌লেন, রংপুর, রাজশাহী, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা ও কি‌শোরগঞ্জে মৃদু শৈত‌্যপ্রবাহ বইছে। তবে শুক্রবার রাত থে‌কেই তা কে‌টে যা‌বে। সেইস‌ঙ্গে আগামী ১৫ ফেব্রুয়ারির পর থে‌কে শী‌তের আমেজ ক‌মে যা‌বে।

আরও পড়ুন: চিকিৎসক হওয়ার স্বপ্নে আজ পরীক্ষা দিচ্ছে লাখো শিক্ষার্থী

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৮ দশমিক ২‌ডি‌গ্রি সেল‌সিয়াস। আর রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৯ ডি‌গ্রি সেল‌সিয়াস।

এদিকে চলতি মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, আগামী তিন–চার‌দিন সারা‌ দে‌শে কোথাও বৃ‌ষ্টির সম্ভাবনা নেই। তবে চলতি মা‌সের মা‌ঝামা‌ঝি ও শেষ সপ্তা‌হে সারা‌ দে‌শের কোথাও কোথাও বৃ‌ষ্টির সম্ভাবনা র‌য়ে‌ছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ