জব্দকৃত ১২শ কেজি ইলিশ ২৩টি মাদরাসা ও দুস্থদের মধ্যে বিতরণ

সারাদেশ
  © সংগৃহীত

জব্দকৃত ১২০০ কেজি জাটকা ইলিশ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ২৩টি মাদরাসা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে জাটকা ইলিশগুলো বিতরণ করা হয়। এ সময় জাটকা পরিবহনের সঙ্গে আটক ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছর সাজা প্রদান করা হয়েছে। 

জানা গেছে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বেশনাল মোড়ে টঙ্গিবাড়ী পুলিশের সহযোগিতায় জাটকাসহ একটি ট্রাক আটক করে উপজেলা প্রশাসন।  ট্রাকটি থেকে আনুমানিক ১২০০ কেজি জাটকা জব্দ এবং ২ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে টঙ্গিবাড়ী সহকারী কমিশনার (ভূমি) জনাব রেজওয়ানা আফরিন আটককৃত দুই জনকে ১ বছর করে সাজা প্রদান করেন। পরে জব্দকৃত ইলিশগুলো ২৩টি মাদরাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব নিগার সুলতানা। এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র অফিসের কর্মচারীবৃন্দ।

টঙ্গিবাড়ী সহকারী কমিশনার (ভূমি) জনাব রেজওয়ানা আফরিন বলেন, জাটকা পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তিকে এক বছর করে সাজা প্রদান করা হয়েছে। জব্দকৃত ১২০০ কেজি জাটকা ২৩টি মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ