ট্রাক পার হতে গিয়ে ভেঙে পড়ল সম্পূর্ণ ব্রিজ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০১ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০১ PM

পটুয়াখালীর কলাপাড়ায় ট্রাক পার হতে গিয়ে খালের ওপর ভেঙে পড়েছে সম্পূর্ণ ব্রিজ। এতে অসুবিধায় পড়েছে পর্যটকসহ কয়েকটি গ্রামের মানুষ।
আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া ও পৌরগোজা গ্রামের মাঝ দিয়ে বড়হরপাড়া খালের ওপর নির্মিত আয়রণ ব্রিজের উপর দিয়ে মালবাহী ট্রাক পার হতে গিয়ে ব্রিজটি সম্পূর্ণ ভেঙে যায়। ব্রিজটি সাধুর ব্রিজ নামে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে সেতুটি নির্মাণ করা হয়েছে। পুরনো এই ব্রিজ নড়বড়ে হয়ে পড়েছে প্রায় দুই বছর আগে। তবুও সংস্কার করা হয়নি। গত বছর হঠাৎ একদিন ব্রিজটি কিছু অংশ ভেঙে পড়ে। এই ব্রিজ দিয়ে প্রতিদিন লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া, নতুন বাজার, বড়হরপাড়া, পৌরঘোজা এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ ৫ থেকে ৭ গ্রামের মানুষ চলাচল করে। কুয়াকাটায় আগত পর্যটকরা মিশ্রিপারা বৌদ্ধ মন্দির দেখতে যাওয়ার একমাত্র সহজ পথ ছিল এটি। ৮০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট চওড়া ব্রিজের সম্পূর্ণ অংশ ভেঙে খালে পড়ে আছে।
স্থানীয় গ্রাম্য ডা. শুকদেব সৈদ্যাল বলেন, এক বছর ধরেই আমরা এই ভাঙা ব্রিজ পার হয়ে যাওয়া আসা করি। তবে ব্রিজটি সম্পূর্ণ ভাঙার কারণে এখন যাতায়াতে অনেক সমস্যা হবে। ছাত্র-ছাত্রী স্কুলে যেতে অনেক সমস্যা হবে। চরম ভোগান্তিতে পড়বে অসুস্থ রোগীরা।
কলাপাড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী সাদিকুর রহমান জানান, ব্রিজটি অপসারণ করে ওই খালের ওপর একটি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সরেজমিন পরিদর্শন করে দ্রুত ব্যবস্হা নেওয়া হবে।-তথ্যসূত্র: আরটিভি