ফুল চাষ করে স্বাবলম্বী একডালার আমিনুল ইসলাম ফকির
- মো: রবিউল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৩ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৩ PM

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের মোঃ ফজলার রহমান ফকিরের একমাত্র ছেলে মোঃ আমিনুল ইসলাম ফকির ফুলের চাষ করে সাবলম্বী হয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায় আমিনুল ইসলাম ফকির তার বাড়িতে বিভিন্ন জাতের ফুলের চাষ করেন। পাশাপাশি জমি লিজ নিয়ে বড় আকারে ফুলের চাষ শুরু করেছেন। তার বাগানে গোলাপ, রজনীগন্ধা, চামেলি সহ নানাজাতের ফুল রয়েছে। সাদা, লাল ও হলুদরঙের গোলাপ ফুল রয়েছে তার বাগানে। প্রতিদিন গোলাপ ফুল শহরে বিক্রি করে প্রচুর টাকা আয় করেন তিনি।
এখান থেকে ফুলগুলো সিরাজগঞ্জ ও বগুড়া শহরে বেশি বিক্রি হয়। আমিনুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে, প্রথমে ছোট আাকারে শুরু করে এখন কয়েক বিঘা জমিতে ফুলের বাগান রয়েছে। বিভিন্ন জায়গা থেকে লোকজন ফুলের বাগান দেখতে আসে তারা মুগ্ধ হয়ে যায়।
বছরে কয়েক লাখ টাকা ফুল বিক্রি করে আয় হয়। এ আয় থেকে আমিনুল এ বছর তার বাবা-মাকে ওমরা হজ্জ করিয়েছেন। আমিনুলের এক ছেলে ও এক মেয়ে এবং বাবা মাকে নিয়ে এখন সুখের জীবন। তাদের আর কোন দুঃখ কষ্ট করতে হয় না। আমিনুল এখন হাজারো বেকার যুবকের অনুপ্রেরণার নাম। ফুল চাষ বিষয়ে অনেকেই এখন পরামর্শ নিতে তার কাছে আসেন।