ফটিকছড়িতে প্রশাসেন অভিযানে ৩ প্রতিষ্ঠান সিলগালা

ফটিকছড়ি
  © সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ গেস্ট হাউসসহ  ৩ টি প্রতিষ্ঠান সিলগালা করেছে প্রশাসন।  

সোমবার ( ১১ মার্চ)  সকালে উপজেলার দাঁতমারা ইউপির হেয়াকোতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী। 
 
জানা যায়, হেয়াকো বাজারে আলী আক্কাছ ভুট্টোর মালিকানাধীন প্রতিষ্ঠান ঈশা গেস্ট হাউস ইতোপূর্বে উপজেলার সহকারী কমিশনার ভূমি এটিএম কামরুল ইসলাম কর্তৃক সিলগালা করা হলেও পিছনের পকেট গেইট খুলে অসামাজিক কার্যকলাপের জন্য ভাড়ায় ব্যবহারের প্রমান পাওয়ায় পূণরায় সকল প্রবেশ পথগুলি বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়। তাৎক্ষনিক অবৈধ কার্যকলাপে যুক্ত ব্যাক্তি না পাওয়ায় ইশার মালিক আলী আকাছ ভুট্টোকে সতর্ক করে দেওয়া হয়।

এছাড়া হেয়াকো বাজার ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি মহাসড়কে অবৈধভাবে সকল ট্রাক ও কাভার্ড ভ্যানে বিভিন্ন হারে চাঁদা তোলায় তাদের অফিস সহ হেয়াকো বাজারে চট্টগ্রাম থেকে আগত সিএনজি সমিতি নাম দিয়ে অবৈধভাবে প্রতি গাড়িতে ১৫ টাকা করে আদায় করায় তাদের অফিসও বন্ধ করে সিলগালা করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, হেয়াকোতে অবৈধ তিনটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে  এবং এ সময় সংশ্লিষ্ট সমিতির সাথে যুক্তদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাতবে বলে জানান তিনি।

অভিযানে সহযোগিতা করে ভূজপুর থানা পুলিশ, জনপ্রতিনিধি এবং বাংলাদেশ আনসার।