যাত্রীর জুতা, ব্যাগ ও পোশাকের ভেতরে মিললো ১ কোটি ২২ লাখ টাকার সোনা

সারাদেশ
  © ফাইল ছবি

কাস্টমস কর্তৃপক্ষ চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রফিকুল ইসলাম নামে এক যাত্রীর জুতা, ব্যাগ ও গায়ের পোশাক থেকে ১ কেজি ২২০ গ্রাম ওজনের ৩২টি সোনার চুড়ি উদ্ধার করেছে।

আটক রফিকুলকে থানায় দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার (১৫ মার্চ) সকাল ৯টায় জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-১৩৬) চট্টগ্রাম আসেন রফিকুল। তার গতিবিধির সন্দেহজনক হওয়ায় ব্যাগেজ স্ক্যানিং ও দেহ তল্লাশি করা হয়। স্ক্যানিংকালে ব্যাগেজের ভেতর স্বর্ণের মতো প্রতিচ্ছবি দেখা যায়।

পরে তল্লাশি করে জুতার ভেতর বিশেষভাবে লুকানো গায়ের পোশাক ও ব্যাগেজে ৩২টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। ২২ ক্যারেটের এসব স্বর্ণের ওজন ১ কেজি ২২০ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ২২ লাখ টাকা।

বিমানবন্দরের দায়িত্বরত সহকারী কাস্টমস কমিশনার মহিউদ্দিন পাটোয়ারি জানান, বকুল বিশেষ কায়দায় সোনার চুড়িগুলো জুতা, ব্যাগ ও গায়ে থাকা পোশাকের মধ্যে লুকিয়ে রেখেছিলেন।

ব্যাগ স্ক্যানিংয়ের সময় ওটা ধরা পড়ে। পরে তার শরীর তল্লাশি করে ৩২টি সোনার চুড়ি জব্দ করা হয়, যার কোনো বৈধ কাগজ তিনি দেখাতে পারেননি। উদ্ধার করা স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় নগরের পতেঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে।