ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটায় ৫  টি ট্রাক জব্দ 

ফটিকছড়ি
  © টিবিএম ফটো

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটার সাথে যুক্ত থাকায় ৫ টি ড্রাম  ট্রাক/ জিপ জব্দ এবং একজনকে ৫০ হাজার টাকা  জরিমানা এবং ১৫ দিনের কারাদন্ড  দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (৩০ মার্চ) সারাদিন  উপজেলার বিভিন্ন স্থানে  এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরীর। 

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে  অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে মাটি সরবরাহের সময় পাঁচটি ড্রামট্রাক/ জিপ জব্দ করা হয়। এসয়  মাটি কাটার সাথে যুক্ত একজনকে  পঞ্চাশ হাজার টাকা জরিমানা  এবং অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে বলে জানা যায়।

অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করে থানা পুলিশ,আনসার  ও স্থানীয় জনসাধারণ।