অবৈধ অনুপ্রবেশের দায়ে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেনী
  © ফাইল ফটো

অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশের তিন নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৯, মার্চ) বিকেলে ফেনীর পরশুরাম সীমান্তে দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের ধরে নিয়ে যায়।

আটককৃতরা হলেন- ফেনীর দাগনভূঞা উপজেলার মো. নুর ইসলাম(২৭) ও মোহাম্মদ আলাউদ্দিন (৩০) এবং নোয়াখালী সেনবাগের মো. আব্দুর রহমান (২৯)।

জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ রাজনগর পিআর বাড়ি থানাধীন সমরেন্দ্রনগর ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে তিন বাংলাদেশিকে আটক করে। পরে বিএসএফ তাদের ভারতের ত্রিপুরার রাজনগর থানায় হস্তান্তর করে। 

বিজিবি ফেনী-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. বদরুদ্দোজা বলেন, ঘটনাটি বিএসএফের মাধ্যমে অবগত হয়েছি। ওই তিন বাংলাদেশি গত বছরের আগস্ট মাসে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এতো দিন সেখানে অবস্থানের পর তারা দেশে ফেরার সময় আটক হয়। পরে তাদের ত্রিপুরার একটি থানায় হস্তান্তর করা হয়েছে।