ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ
  © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে জেলার গোমস্তাপুর ‍উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাইফুল ইসলাম (৩০)। তিনি একই ইউনিয়নের নগরপাড়ার হাসান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ওই রাতে সাইফুলসহ কয়েকজন রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতের ১৫৯-বিএসএফের ইটাঘাটা বিওপির টহলরত সদস্যরা গুলি চালালে সাইফুল ঘটনাস্থলেই মারা যায়। তার মৃতদেহ ভারতের অভ্যন্তরে রয়েছে।

রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান জানান, সাইফুলের পরিবার বিষয়টি তাকে জানিয়েছে। 

এ ব্যাপারে বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, বিষয়টি শুনেছেন, তবে নিশ্চিত নন। খোঁজখবর নেওয়া হচ্ছে।