তারাবির নামাজে যাওয়ার পথে ভবনের কলাম ভেঙে পথচারীর মৃত্যু
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ১০:৫৬ AM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৪, ১০:৫৬ AM

রাজধানীতে ফের নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে পথচারীর মৃত্যু হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় নির্মাণাধীন ভবনের একাংশ ভেঙে মাথায় পড়ে হাসান (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়। তিনি বায়োফার্মা লিমিটেডে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
শনিবার (০৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে সাত মসজিদ হাউজিংয়ের ৬নং রোডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী শফিউর রহমান জানান, রাতে ওই ব্যক্তি তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় মোহাম্মদপুর মসজিদ হাউজিংয়ের নির্মানাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে মুসল্লিরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, নিহত হাসানের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঁইয়া গণমাধ্যমকে জানান, ৮০ জন লোক মিলে জমি কিনে ভবন তৈরির কাজ করছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার রাতে নামাজ পড়তে যাওয়ার সময় ভবনের একাংশ ভেঙে হাসান নামে এক ব্যক্তির মাথায় পড়লে তিনি মারা যান। মৃত ব্যক্তির স্বজনদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এলকাবাসীদের সূত্রে জানা গেছে, হাসান চট্টগ্রামের আনোয়ারা থানার জুইডন্ডী গ্রামের ফজল আহমেদের ছেলে। সাত মসজিদ এলাকায় ভাড়া থাকতেন ওই ব্যক্তি। তিনি বায়োফার্মা লিমিটেড কোম্পানির প্রধান কার্যালয়ে সাপ্লাই চেইন বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে চাকরি করতেন।
এর আগে, গত ১১ জানুয়ারি ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ভবন থেকে মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা দিপু সানা (৩৭) মারা যান।