ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু
- কামরুল হাসান: ফটিকছড়ি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ০৩:৫৫ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ০৩:৫৫ PM

চট্টগ্রামের ফটিকছড়ি ভুজপুর থানাধীন রামগড়- ফটিকছড়ি সড়কে সিএনজি এবং নছিমনের মুখোমুখি সংঘর্ষে গুরত্বর আহত ইছমু আক্তার (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ এপ্রিল ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।
নিহত ইছমু আক্তার (৩৬) পাইন্দং ইউপির ওমান প্রবাসী মোঃ ফোরকানের স্ত্রী, তিনি দুই সন্তানের জননী, বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সরওয়ার হোসেন স্বপন।
গতকাল দুপুরে বনিক পাড়া মোড়ে নছিমনের সাথে সিএনজির সংঘর্ষে শাকিল নামে একজন নিহত হয়, আহত হয় আরো তিনজন,আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ ইছুম আক্তারের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরেফিন আজিম বলেন, গতকাল দুপুরে গুরত্বর আহত ৪ জনকে নিয়ে আসলে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে,তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। তন্মধ্যে একজন গৃহবধূর অবস্থা গুরুত্বর ছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সরওয়ার হোসেন স্বপন বলেন, নিহত গৃহবধূ আমার এলাকার বাসিন্দা, তিনি ২ সন্তানের জননী, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বলেন, আহত গৃহবধূ মারা গেছেন,আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।