থেমে থেমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

সারাদেশ
  © সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট দেখা গেছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সোমবার দুপুরের পর থেকে এ যানজট দেখা গেছে।

যাত্রীদের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার আশেপাশে কারখানাগুলো একসাথে ছুটি হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুপুরের পর থেকেই থেমে থেমে যানজট চলছে। তবে যানবাহনের ও যাত্রীদের সংখ্যা বেশি থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীরা ঠিকমতো গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে বিভিন্ন পণ্য বহন গাড়িতে ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়েছে।

ইদ্রিস নামের এক যাত্রী জানান, গাড়িতেই উঠতে পারতেছি না। ২ ঘণ্টা ধরে বসে আছি। তবে বাড়ি যেতে পারব কিনা তা এখনো বলতে পারছি না। রুবেল সরকার নামে এক শ্রমিক জানান, দুপুরে কারখানা ছুটি হওয়ার পর চন্দ্রা এসেছি। এখানে অনেক যানজট কোন গাড়ি পাচ্ছি না ভাড়া অনেক বেশি।

নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন জানান, আশেপাশে কারখানাগুলো একত্রে ছুটি হওয়ায় যানবাহনের চাপ বেড়ে গেছে। তবে কোথাও গাড়ি থেমে নেই গাড়ি ধীর গতিতে চলছে। আমরা সার্বক্ষণিক চেষ্টা করছি যাতে করে ঘরমুখো মানুষ বাড়ি পৌঁছাতে পারে।


মন্তব্য