নাটোরের বালক উচ্চ বিদ্যালয়ে গ্র‍্যান্ড ইফতার মাহফিল

নাটোর
  © সংগৃহীত

শৈশব-কৈশোরের স্মৃতি মাখা স্কুল জীবনের আনন্দ-উদ্দীপনাকে পুনরুজ্জীবিত করতে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এক গ্র‍্যান্ড ইফতারের আয়োজন করেন। সোমবার (৮ আগস্ট) সাবেক এসব শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই আয়োজনটি করেন।

প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে স্কুলের মাঠে এই আয়োজন করেন শিক্ষার্থীরা। সদ্য বিদায়ী থেকে শুরু করে অনেক প্রবীন ব্যাচের শিক্ষার্থীরাও অংশ নেন এই উৎসব মুখর ইফতার মাহফিলে।
এছাড়া অনেক ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীও সম্প্রীতির এই বন্ধনে আবদ্ধ হতে ছুটে আসেন স্কুল প্রাঙ্গণে। দীর্ঘদিন পর চেনা মুখগুলোগে কাছে পেয়ে কোলাকুলি ও আড্ডায় মেতে ওঠেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আব্দুস সালাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদেরকে সকল পাপ থেকে বিরত থাকার আহবান জানিয়ে মোনাজাত পরিচালনা করেন।
 
ইফতার শেষে সবাই একসাথে মাঠেই নামাজ আদায় করেন ও ফটোসেশান করেন। এসময় সদ্য অবসর প্রাপ্ত শিক্ষক জালাল উদ্দিনকে সংবর্ধনা দেন শিক্ষক শিক্ষার্থীরা।

মাধ্যমিক ১৮ ব্যাচের শিক্ষার্থী আসিফ ইকবাল বলেন,' আমরা চাই প্রতি বছর এমন আয়োজন হোক। শতবর্ষী এই বিদ্যালয়ের অনেকেই বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তা। সকলে মিলে এমন আয়োজন করতে পারলে আমাদের মধ্যে বন্ধন আরও মজবুত হবে। এর পাশাপাশি একটি পূর্ণাঙ্গ এল্যুমনাই এসোসিয়েশনও এখন সময়ের দাবি।'