শ্রীমঙ্গলে গুণীজন সম্মাননা ও চা ছাত্র মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
- প্রীতম কুর্মী সুজিত, মৌলভীবাজার প্রতিনিধি
- প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ PM

"বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের(উৎস)" উদ্যোগে ও চা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অনুষ্ঠিত হয়েছে "গুণীজন সম্মাননা ও চা ছাত্র মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৪"।
আজ ১২ এপ্রিল শ্রীমঙ্গলের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে চা বাগানের সর্ববৃহৎ ছাত্র সংগঠন "বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ"।
অনুষ্ঠানের উপজীব্য ছিল চা বাগানে বহুবছর ধরে শিক্ষা নিয়ে কাজ করা মনীষী এবং কিংবদন্তিদের সংবর্ধনা প্রদান ও তাঁদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের ও 'উৎস' সদস্যদের জন্য সুদূরপ্রসারী দিকনির্দেশনা।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব. আবু তালেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীমঙ্গল উপজেলা এবং বিশিষ্ট সমাজসেবী এবং স্ত্রী ও প্রসূতি রোগ সার্জন ডা. সুধাকর কৈরী। এছাড়াও গুণীজন হিসেবে উপস্থিত ছিলেন সুদর্শন শীল, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, শ্রীমঙ্গল সরকারী কলেজ এবং অয়ন দেব চৌধুরী, প্রধান শিক্ষক, ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল। এছাড়াও সম্মাননা স্মারক এবং ইয়ুথ আইকন সম্মাননা গ্রহণ করে চা বাগানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা আলোকিত ও নিবেদিত ব্যাক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে চা জনগোষ্ঠীর আন্তঃপ্রাণ ব্যাক্তি হিসেবে পরিচিত ডা. সুধাকর কৈরীর পৃষ্ঠপোষকতায় ২০ জন মেধাবী শিক্ষার্থীদের কাছে বৃত্তি প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানের দ্বীতিয়ার্ধে বিশ্ববিদ্যালয় চা-ছাত্র সংসদের স্বর্গগত সাবেক সহ-সভাপতি হৃদয় ছত্রী-র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উনার স্মৃতিতে হৃদয়ের পরিবার ও উৎস অ্যালামনাই দের দ্বারা একটি এককালীন বৃত্তি " হৃদয় ছত্রী স্মৃতি মেধাবৃত্তি " প্রদান করা হয় ৬ জন মেধাবী চা শ্রমিক সন্তানকে।
অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ (উৎস) এর সাধারণ সম্পাদক শুভ কৈরী(ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং সিনিয়র সহ-সভাপতি সোমা গোস্বামী (এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনস)
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের সভাপতি মুক্তা দোষাদ। সভাপতির বক্তব্যে তিনি সবার সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ একঝাঁক মেধাবী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত সংগঠন যা বিগত ১২ বছর ধরে চা বাগানে শিক্ষা ও সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং চা বাগানে সর্বজন সমাদৃত। ১২ বছর ধরে চলে আসা এই মাঠপর্যায়ের ঐতিহ্য কে ভার্চুয়াল জগতে নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের অফিশিয়াল ওয়েবসাইট উন্মোচনের মাধ্যমে প্রধান অতিথিগণের দ্বারা।
'গুণীজন সম্মাননা ও চা ছাত্র মেধাবৃত্তি-২০২৪' অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মুক্তা দোষাদ তার বিদায়ী বক্তব্যের মাধ্যমে।