সাতদিনের ঈদের ছুটির পর বাংলাবান্ধা বন্দরে আমদানি রপ্তানি শুরু

তেঁতুলিয়া
  © সংগৃহীত

দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর (বাংলাদেশ,ভারত,নেপার, ভূটান) পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আটদিনের বন্ধ থাকার পর পুনরায় পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রæপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন ।

তিনি বলেন, স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক  গ্রæপের সাথে ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার ইম্পোর্টার এন্ড অয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের আলোচনার মাধ্যমে যৌথ সিদ্ধান্তে ৮ এপ্রিল থেকে পরবর্তী ১৪ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে মোট আটদিন ব্যবসায়ীক সকল কার্যক্রম বন্ধরাখা হয়। আজ সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট (আইপিসি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমৃত অধিকারী বলেন,এই সময়ে আমদানি রপ্তানির সকল কার্যক্রম বন্ধ থাকলেও  ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারত ভ্রমণকারীদের যাতায়াত কার্যক্রম স্বাভাবিক ছিল।


মন্তব্য


সর্বশেষ সংবাদ