গরমে ধান কাটতে গিয়ে 'হিট স্ট্রোকে' কৃষকের মৃত্যু

হিট স্ট্রোক
  © বাংলাদেশ মোমেন্টস

গত এক সপ্তাহের অধিক সময় ধরে সারা দেশেই বেড়েছে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে কয়েক দফা হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে দেশে শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। এ অবস্থায় নওগাঁর রাণীনগরে তীব্র তাপদাহে জমিতে ধান কাটার সময় ‘হিট স্ট্রোকে’ রেজাউল ইসলাম (৪৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

গতকাল শনিবার দুপুরে উপজেলার পারইল ইউনিয়নের বড়গাছা গ্রামের সোলাকুরা মাঠে এ ঘটনা ঘটে।

রেজাউল উপজেলার রঞ্জনিয়া গ্রামের কছির উদ্দিনের ছেলে। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, সকাল থেকে বড়গাছা গ্রামের সোলাকুরা মাঠে রেজাউলসহ বেশ কয়েকজন শ্রমিক এক ব্যক্তির জমিতে ধান কাটছিলেন। ধান কাটার পর জমি থেকে ধান বহনের জন্য দুপুরের দিকে রেজাউল ধানের ভার বাঁধছিলেন। এ সময় প্রচণ্ড গরমে রেজাউল ‘হিট স্ট্রোক’ করে মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান।

রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, শ্রমিক রেজাউলের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ কিছু জানায়নি।

এ নিয়ে সারাদেশে ৪০ জনের অধিক হিট স্ট্রোকে মারা গেছে বলে খবর পাওয়া গেছে।


মন্তব্য