প্রতীক পেয়ে জমে উঠেছে গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন

নির্বাচন
  © ফাইল ছবি

প্রতীক পেয়ে প্রচারনায় ব্যস্ত গলাচিপা উপজেলা নির্বাচনের প্রার্থীরা। দল মত নির্বিশেষে সকল ভোটারদের মন জয় করতে প্রার্থীরা কাজ করে যাচ্ছে। চেয়ারম্যান পদে মাঠে আছে বর্তমান চেয়ারম্যান মুঃ সাহিন  ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। দুইজনই শক্ত প্রতিদ্বন্দ্বী হওয়ায় তুমুল লড়াই এর আশংকা করছে ভোটাররা। 

বৃহস্পতিবার গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুঃ শাহিন পেয়েছে ঘোড়া প্রতীক এবং অপর প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ওয়ানা মার্জিয়া নিতু পেয়েছে আনারস প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদে পটুয়াখালী জেলা মৎস লীগের সভাপতি মুঃ নিজামউদ্দীন তালুকদার পেয়েছে চশমা প্রতীক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফরিদ আহসান কচিন  উড়োজাহাজ প্রতীক, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিফাত হাসান টিউবওয়েল প্রতীক, পৌর আওয়ামী লীগের নেতা রেজাউল কবির মোল্লা পেয়েছে তালা প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের সদস্য শিরিন নাহার আখতার পেয়েছে ফুলের টব প্রতীক, সাবেক মহিলা কাউন্সিলর হেলেনা বেগম এর কলস প্রতীক এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা আক্তার পেয়েছে ফুটবল প্রতীক।

গলাচিপা (পটুয়াখালি) নির্বাচনী উপজেলার প্রার্থীগণ, প্রতীক পেয়ে প্রচারণায় নানা কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যে ভোটারদের কাছে প্রচারণায় নানা দাবি তুলে ধরেছেন,। তারাঁ বলেন, গলাচিপা (পটুয়াখালি) নির্বাচনী উপজেলাকে বাংলাদেশের মডেল উপজেলা রূপান্তর করে তুলবে। এছাড়াও রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা, মন্দির, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদিরও উন্নয়নের আশ্বাস দেন। 

ভোটারদের সাথে কথা বললে তারা বলেন, সবাই এক সুষ্ঠ এবং সুন্দর নির্বাচন নিয়ে আশাবাদী। বিজ্ঞ, সৎ এবং নিষ্ঠাবান মানবিক মানুষ তারা কাম্য করেন। আগামীতে উপজেলা এবং উপজেলা বাসিন্দাদের উন্নতি সাধন করতে পারবেন এমন একজনের আশাবাদী বলে জানান তারাঁ। নির্বাচনকে ঘিরে ভোটারদের উদ্দীপনা বিপুল। গলাচিপা (পটুয়াখালি) নির্বাচনী  উপজেলা এলাকায় এই মূহুর্তে এক  উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে।

আগামী ২১ মে গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে। 


মন্তব্য