স্বামীকে খাবার দিতে মাঠে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন স্ত্রী

বজ্রপাত
  © ফাইল ছবি

টানা তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। তবে স্বস্তির সঙ্গে দুর্ঘটনা বয়ে আনছে বজ্রপাত। শরীয়তপুরের ভেদরগঞ্জে বজ্রপাতে কুলসুম বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত কুলসুম বেগম ওই এলাকার আফসার উদ্দিন মাঝির স্ত্রী।

আজ সোমবার (৬ মে) দুপুরে উপজেলার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে মাঠে কৃষিকাজ করছিলেন স্বামী আফসার উদ্দিন মাঝি। দুপুরে স্ত্রী কুলসুম বেগম রান্নাবান্না শেষ করে স্বামীর জন্য খাবার নিয়ে মাঠে রওনা হন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন বলেন, দুপুরে কুলসুম বেগম তার স্বামীর জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছিলেন। পরে বজ্রপাতে তার মৃত্যু হয় বলে জানতে পেরেছি। বর্তমানে তার মরদেহ চাঁদপুর হাসপাতালে রয়েছে।

এর আগে খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটিসহ আরও বেশ কিছু জেলায় বজ্রপাতে কয়েকজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ