সুন্দরবনে আগুনের পেছনে কাদের কারসাজি, খতিয়ে দেখা হচ্ছে

সুন্দরবন
  © সংগৃহীত

গত শনিবার সুন্দরবনের পূর্ব বন বিভাগের আমরবুনিয়া এলাকায় আগুনের সূত্রপাত দেখতে পায় স্থানীয়রা। তবে প্রাকৃতিক নয়, বরং মানুষ্য সৃষ্ট কারণেই সুন্দরবনের আমুরবুনিয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। বন বিভাগ বলছে, মৌয়ালদের আগুন থেকে আগুনের সূত্রপাত নাকি মাছ চাষের জন্য প্রভাবশালীদের কারসাজী সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ড প্রতিরোধে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ।

এদিকে আজ সোমবারও (৬ মে) প্রায় দুই কিলোমিটার জায়গায় ছোপ ছোপ আকারে আগুন জ্বলছিল।

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, ‘ভোলা নদী মরে যাওয়া ও বন বিভাগের গাফিলতির কারণে মৌয়াল, জেলেসহ অসাধু প্রভাবশালীদের বনে অবাধ প্রবেশ ঘটছে। তাদের অসাবধানতার কারণেই ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা।’

সব বিষয় মাথায় নিয়েই আগুনের কারণ তদন্ত করছে বন বিভাগ। অগ্নিকাণ্ড প্রতিরোধে নদী ও খাল খনন, বন বিভাগের স্টেশনগুলোর সক্ষমতা বৃদ্ধিসহ জনসচেতনতামূলক কার্যক্রম চলছে।

খুলনার বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, ‘সুন্দরবনের আমুর বুনিয়ায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আর জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরুপণে গঠন করা হয়েছে সাত সদস্যের বিশেষজ্ঞ টিম।’ 


মন্তব্য


সর্বশেষ সংবাদ