কুতুবদিয়ায় নোঙর ফেলেছে "এমভি আবদুল্লাহ"

কক্সবাজার
  © সংগৃহীত

সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হয়ে অবশেষে দেশে ফিরেছে এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিক। জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কুতুবদিয়া চ্যানেলে নোঙর ফেলে পাথর বোঝাই জাহাজটি।

তবে জাহাজে থাকা নাবিকরা চট্টগ্রামে ফিরবেন মঙ্গলবার বিকেলে। চট্টগ্রাম বন্দর এলাকার সদরঘাটে কেএসআরএমের জেটিতে তাদের উষ্ণ অভ্যর্থনা দেয়া হবে।

কেএসআরএম এর মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, মালিক কর্তৃপক্ষের লাইটারেজ জাহাজ করে ২৩ নাবিককে মঙ্গলবার ৪ টায় চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল-১ এ নিয়ে আসা হবে।

এর আগে কুতুবদিয়ায় থাকা এম ভি আবদুল্লাহ’র দায়িত্ব নতুন ক্রুদের কাছে বুঝিয়ে দেয়া হবে।

কুতুবদিয়ায় কার্গো খালাস করার পর জাহাজটিকে চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাঙ্কোরেজে নিয়ে আসা হবে। এজন্য আরো দু’দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে মালিক কর্তৃপক্ষ।

জিম্মি দশা থেকে মুক্ত হয়ে এমভি আবদুল্লাহ সোমালিয়া থেকে গত ২২ এপ্রিল দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ভেড়ে। সেখানে কয়লা খালাস শেষে ২৭ এপ্রিল মিনা সাকার বন্দরে যায় জাহাজটি।

ওই বন্দর থেকে ৫৬ হাজার টন চুনাপাথর বোঝাই করে রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে। এদিন সকালেই বাংলাদেশের জলসীমায় পৌঁছে যায়।

গত ১২ মার্চ জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূলের ৬০০ নটিক্যাল মাইল দূরে অস্ত্রের মুখে জাহাজ ও ২৩ নাবিককে জিম্মি করে ফেলে জলদস্যুরা।

যেভাবে উদ্ধার হলো এমভি আবদুল্লাহ- এরপর ৩৩ দিন কাটে নানা উদ্বেগ-উৎকণ্ঠা ও গুঞ্জনের মধ্যে। গত ১৪ এপ্রিল মুক্তিপণ দিয়ে জিম্মিদশা থেকে মুক্ত হয় ২৩ নাবিকসহ জাহাজটি।

এদিকে জিম্মিদশা মুক্তি মেলার পর থেকেই স্বজনরা রয়েছেন নাবিকদের ফেরার অপেক্ষায়।