যাত্রীবাহী বাস উল্টে পড়লো পুকুরে
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৫:৪৫ PM , আপডেট: ২৮ মে ২০২৪, ০৫:৪৫ PM

গুরুতর দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী একটি বাস। চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ফকির বাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে। এতে গাড়ীর যাত্রী ও উদ্ধারকারী এলাকাবাসীসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়।
আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে রামগঞ্জ সড়কের ফকির বাজার বুড়ির বাড়ীর দিঘিতে এই ঘটনা ঘটে।
পরে আহতরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আহসান ঘটনার জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। বাস থেকে প্রায় ৩৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়। এরমধ্যে অন্তত ২৫ জন আহত হয়েছেন।