মাগুরায় ৩দিন ব্যাপী কন্দাল ফসল কৃষি মেলার উদ্বোধন

মাগুরা
  © টিবিএম

মাগুরায় কন্দাল জাতীয় ফসলের ৩ দিন ব্যাপি কৃষি মেলার-২৪’র উদ্বোধন করা হয়েছে আজ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৮ মে) সকাল ১০ টায় কৃষি অফিস চত্বরে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ বিষ্ণু পদ সাহা, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, বগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর রওনক হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি ও প্রান্তিক কৃষকগণ।

উল্লেখ্য, অনুষ্ঠিত মেলায় কন্দাল জাতীয় ফসলের নমুনা সংগ্রহ করে বিভিন্ন ধরণের কৃষি পণ্য একাধিক স্টলে প্রদর্শণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (৩০ মে) বিকালে ৩ দিন ব্যাপি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ঠ সূত্র জানায়।