বান্দরবানে দেবে গেছে সেতু; ২ উপজেলার সড়ক যোগাযোগ ব্যাহত

রেমাল
  © সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালে প্রভাবে ভারী বৃষ্টি পাতের কারণে লাইমি পাড়া এলাকায় বেইলী ব্রিজ দেবে গেছে। এতে বান্দরবানের রুমা ও থানচি মূল সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে প্রায় ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এলাকাটি।

আজ মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে জেলা সদর থেকে যাত্রীবাহী বাসসহ ভারী যানবাহন ছেড়ে যায়নি।

স্থানীয়রা জানান, বান্দরবানের মিলনছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন পাঁচ কিলো স্থানে বেইলি ব্রিজের গাইড ওয়াল ভেঙ্গে যাওয়ায় তা দেবে যায়। এতে সড়কের ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরিবহনের মালিক-শ্রমিকেরা জানিয়েছেন, সকালে সেতু দেবে যাওয়ার খবর পাওয়ার পর যাত্রীবাহী বাস ও অন্যান্য বড় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, এমনিতে বৃষ্টিতে রুমা ও থানচিমুখী যাত্রী কম। এরকম আবহাওয়ায় পাহাড়ি সড়কে চলাচলও ঝুঁকিপূর্ণ। সব দিক বিবেচনা করে আপাতত যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, সেতু মেরামত করতে সময় বেশি লাগলে দেবে যাওয়া সেতুর দুই পাশ থেকে বাস চালু করা হতে পারে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন জানিয়েছেন, ভারি বৃষ্টিতে সেতুটির এক পাশ দেবে গেছে। ১৯৮০–এর দশকে নির্মিত বেইলি সেতু মেরামতের কাজ শেষ করতে পাঁচ-ছয় দিন সময় লাগতে পারে।


মন্তব্য