মাগুরায় আপন দুই ভাইয়ের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মাগুরা
  © টিবিএম

মাগুরায় আপন দুই ভাই হৃদয় (১৭) ও সবুজ (৩৪) কে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে খুনের সাথে জড়িত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার সকাল ১১টার সময় মাগুরা চৌরঙ্গী মোড়ে নহাটা ইউনিয়ন বাসির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহত সবুজের দুই সন্তান, স্ত্রী, মা বাবা সহ এলাকাবাসী প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন। 

এ সময় উপস্থিত এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে জানানো হয় আপন দুই ভাইয়ের হত্যাকাণ্ডের পাঁচ মাস অতিবাহিত হলেও এখনো সকল আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধন শেষে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর দিবাগত রাত অনুমান সাড়ে নয়টার সময় হৃদয় মোল্লাকে ডাব খাওয়ানোর উদ্দেশ্যে মাঠে ডেকে নিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তার বড় ভাই সবুজ মোল্লা ও পিছে পিছে যায় এবং মাঠে পৌছাবার পরেই আসামীগন দুই ভাইকে নৃশংস ভাবে হত্যা করে। নিহত দুই ভাই মাগুরা মহম্মদপুর থানাধীন নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের মঞ্জুর মোল্লার ছেলে।