রাজশাহী জেলায় পুরোহিত প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন

রাজশাহী
  © সংগৃহীত

ধর্মীয় ও অর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্প (২য় পর্যায় ) এর আওতায় রাজশাহী জেলায় পুরোহিত প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ জুন) হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে অনুষ্টিত হয়।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সম্মানিত ট্রাস্টি শ্রী তপন কুমার সেনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় বসাক বিপিএম পিপিএম (বার) , অ্যাডিশনাল ডিআইজি, রাজশাহী রেঞ্জ।। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক, রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমি, রাজশাহী।

অনুষ্ঠানে বিজয় বসাক বলেন, সমাজের উন্নয়নে পুরোহিতদের ভূমিকা অপরিসীম।। প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে  সমাজে পুরোহিতবৃন্দ ভূমিকা রাখতে পারবে।।উনারাই পারে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সঠিক ধর্মীয় জ্ঞানের প্রসার ঘটিয়ে নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে।

সভাপতির বক্তব্যে তপন কুমার সেন বলেন , প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।। ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আর্থ সামাজিক বিষয়ে জ্ঞান লাভ করে নিজেদের স্মার্ট সিটিজেন হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

অনুষ্ঠানে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন পুরোহিত অংশগ্রহণ করে।। প্রশিক্ষণ সহায়িকা হিসেবে ব্যাগ, বেদ, পুরোহিত দর্পণ, উপনিষদ প্রদান করা হয়।