রাতে বিধবার ঘরে কিশোর, হাতেনাতে ধরে পড়ানো হলো বিয়ে

বিয়ে
  © সংগৃহীত

এক কিশোরের সঙ্গে বিধবা নারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে ময়মনসিংহের নান্দাইলে। রাতে দেখা করতে এসে ধরা পড়েন ওই কিশোর। একদিন আটক রেখে স্থানীয়দের উপস্থিতিতে ১৮ লাখ টাকা দেনমোহরে বিয়ে দেয়া হয় দুজনকে।

ঘটনাটি ঘটেছে গত রোববার (৯ জুন) মধ্যরাতে উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামে। 

জানা যায়, উপজেলার বেতাগৈর গ্রামের ওই কিশোরের সঙ্গে তিন মাস আগে মোয়াজ্জেমপুর গ্রামের এক সন্তানের জননী এক বিধবা নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত শনিবার (৮ জুন) সন্ধ্যায় ওই কিশোর গোপনে দেখা করতে সীমা আক্তারের বাড়িতে যান। খবর পেয়ে স্থানীয় কয়েক যুবক ওই নারীর বাড়িতে যান এবং রাত ৮টার দিকে তাদের দুইজনকে এক ঘরে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন।

পরে রাতভর ঘরে আটকে রেখে রোববার সারা দিন ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। পরে মধ্যরাতে শতাধিক এলাকাবাসী ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির উপস্থিতিতে ওই বিধবা নারীর সঙ্গে ১৮ লাখ টাকা দেনমোহরে ওই কিশোরের বিয়ে দেয়া হয়। রাতেই কিশোরের সঙ্গে বিধবা নারীকে তুলে দেয়া হয়। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়।

এদিকে, ১৮ লাখ টাকা দেনমোহরের বিষয়টি কিশোরের পরিবার কোনো কিছুতেই মানতে পারছে না। তাদের অভিযোগ ছেলেটিকে জোর করে বিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে তারা আইনি ব্যবস্থা নিবে।

ওই কিশোরের বাবা বলেন, ‘মেয়েটি আমার ছেলেকে কৌশলে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে গেলে স্থানীয়দের মাধ্যমে একদিন আটক রেখে ১৮ লাখ টাকা দেনমোহরে দুজনের বিয়ে সম্পন্ন করেন। আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমাকে না জানিয়ে বিয়ে দিয়েছে। আমি আদালতে মামলা করব।’

মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেব মুঠোফোনে জানান, ছেলেটিকে বিধবা নারীর সঙ্গে স্থানীয় ব্যক্তিরা আপত্তিকর অবস্থায় ধরে। মেয়ের পরিবার স্থানীয় ব্যক্তি এবং ছেলে পক্ষের উপস্থিতিতে দুই পক্ষের সম্মতি ক্রমে ১৮ লাখ টাকা দেনমোহর দিয়ে কাজীর মাধ্যমে বিয়ে সম্পন্ন করা হয়েছে। তবে স্থানীয়দের উপস্থিতিতে দুপক্ষের কোনো অভিযোগ ছিল না।