১৪ জুন ২০২৪, ১৪:২৫

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে তীব্র যানজট

  © ফাইল ছবি

ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ায় অতিরিক্ত গাড়ীর চাপে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোররাত থেকে এ যানজন ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার দূরে শ্রীনগর উপজেলায়। এতে ঘরমুখো যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা টোল দেওয়ার অপেক্ষায় থেকে চরম বিড়ম্বনার শিকার হতে হয়।

মাওয়া ট্রাফিক জোনের টিআই পরিদর্শক জিয়াউল হক জিয়া জানান, বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে দিয়ে সকাল থেকে দক্ষিনবঙ্গমুখী গাড়র চাপ বেড়ে যায়।

সেই সঙ্গে পদ্মা সেতুর দিয়ে চলাচল রত ট্রাকগুলোর ওজন মাপা স্কেলে সমস্যা দেখা দেয়। এতে ট্রাকগুলোর ওজন নির্ধারিত করতে না পারায় ট্রাকের দীর্ঘ সারি পড়ে যায় মহাসড়কে। ফলে যানজট ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার দূরে পাশ্ববর্তী শ্রীনগর উপজেলা পর্যন্ত। 

জিয়াউল হক জিয়া আরো জানান, ভোর থেকে এ যানজট শুরু হয়।

তবে এখন যানজট অনেকটা কমে গেছে। টোলপ্লাজা হতে ১ কিলোমিটার দূরে দোগাছি পর্যন্ত এখন গাড়িগুলো টোল দেওয়ার অপেক্ষায় আছে। আশা করছি শিঘ্রই এ যানজট নিরসন হবে।​