মৌসুমি বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টির আভাস

বৃষ্টি
  © ফাইল ছবি

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ুর প্রভাব শুরু হয়েছে। ফলে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টিপাতের তীব্রতা। সেই সাথে ভ্যাপসা গরমও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

মঙ্গলবার (১৮ জুন) এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

 

তিনি বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের তীব্রতা বেশি। তবে আজ থেকে মৌসুমি বায়ুর প্রভাব বৃদ্ধি শুরু হয়েছে। ফলে বুধবার (১৯ জুন) থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ফলে গরমের তীব্রতাও কমবে।

 

এদিকে, সিলেটে গত ৮ জুন থেকে টানা বৃষ্টি হচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, ওই অঞ্চলে আরও এক সপ্তাহ বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত হবে উজানের আসাম, মেঘালয় অঞ্চলেও।

 

তিনি আরও জানান, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেটে ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ ১৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে নেত্রকোনায়।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণও। বৃষ্টিপাতের এ প্রবণতা বর্ধিত ৫ দিন অব্যাহত থাকতে পারে।




মন্তব্য


সর্বশেষ সংবাদ