দুই কোচ লাইনচ্যুত; সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেট
  © ফাইল ছবি

চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের দুটো কোচ লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনটির ১৬টি কোচের মধ্যে দুটি কোচের চারটি বগি লাইনচ্যুত হয়।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে কটালপুর এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেসের দুটি কোচ লাইনচ্যুত হয়।’

স্টেশন ম্যানেজার আরও বলেন, ‘কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে যাত্রা করেছে। ট্রেনটি পৌঁছালেই শুরু হবে উদ্ধার কাজ।’

‘ট্রেনের কোচ লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ রয়েছে। কোচ উদ্ধারে তিন থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে। যোগ করেন নুরুল ইসলাম।’