এসি বিস্ফোরণে পথচারীর পা বিচ্ছিন্ন

এসি
  © সংগৃহীত

চট্টগ্রামে শীতাতাপ যন্ত্র (এসি) বিষ্ফোরণে কাজী তৌহিদুল আলম (৩৯) নামের এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়ে গেছে। একই ঘটনায় এসি মেরামতকারী দুই শ্রমিক আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা ১১টায় নগরের প্রবর্তক এলাকায় কেবিএইচ প্লাজা নামের বিপণিবিতানে এ দুর্ঘটনা ঘটে। 

বিস্ফোরণে পা হারানো তৌহিদুল আলমকে নগরের এভারকেয়ার হাসপাতালে ও দুই  শ্রমিককে চট্টগ্রাম  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই শ্রমিকের নাম গফুর (২৮) ও নুর আলম (৩০)। 

পুলিশ জানিয়েছে,  কেবিএইচ প্লাজার সামনে মোটরসাইকেল রেখে দাঁড়িয়ে ছিলেন পথচারী কাজী  তৌহিদুল আলম (৩৯)। এ সময় পাশের একটি মার্কেটে এসি মেরামতের কাজ করছিলেন দুই শ্রমিক। কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণ ঘটে এসিতে। এতে ছিটকে পড়েন ওই দুই শ্রমিক। বিস্ফোরণে এসির যন্ত্রাংশ ছিটকে পড়ে তৌহিদুলের পায়ে। এতে গোড়ালির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তার পা। বিস্ফোরণে ভেঙে পড়ে পাশের বিপণিবিতানের দেয়ালে লাগানো এলইডি মনিটর। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) নুরুল আলম আশেক বলেন, মিমি সুপার মার্কেটের পাশে এসি বিস্ফোরণের ঘটনায় গফুর ও নুর আলমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  কাজী তৌহিদুল আলম আরেকজনকে নগরের বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়েছে।