সামান্য বৃষ্টি হলেই ডুবে যাচ্ছে কক্সবাজারের রাস্তাঘাট
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৪:৫৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৪, ০৪:৫৭ PM

শুরু হয়েছে বর্ষাকাল। আর এই বর্ষায় চরম দুর্ভোগে পড়েছে পর্যটন নগরী কক্সবাজার। সামান্য বৃষ্টি হলেই ডুবে যাচ্ছে কক্সবাজারের রাস্তা-ঘাট, হোটেল, দোকান-ঘর। অথচ শত শত কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে রাস্তা ও ড্রেন। কিন্তু বর্ষার দিন তার কোনো সুফল পাচ্ছেন না পৌরবাসী ও পর্যটকরা। এতে দিন দিন জনদুর্ভোগ বাড়ছেই।
গেলো কয়েক বছরে নানা উন্নয়ন প্রকল্পের কাজ হয়েছে কক্সবাজার পৌরসভায়। সড়ক ও ড্রেন নির্মাণ এবং সংস্কারসহ এসব কাজে ব্যয় হয়েছে ১৪৮ কোটি ৬৬ লাখ টাকা।
কিন্তু এবারের বর্ষার শুরু থেকেই শত শত কোটি টাকার এসব উন্নয়ন কাজে আসছে না স্থানীয়দের। বৃষ্টিতে সড়কের ওপর জমে হাঁটু পরিমাণ পানি। চলে না কোনো যানবাহন। আর ড্রেনের পানি ঢুকে পড়ে পর্যটন শহরের দোকান ও হোটেলের ভেতর।
পৌরসভার টার্মিনাল থেকে বাজার ঘাঁটা পর্যন্ত ১৯ দশমিক ৭৫ কিলোমিটার সড়কের নিচু অংশ পানিতে ডুবে যায়। এছাড়া নতুন ও সংস্কার করা ২১ দশমিক ৯ কিলোমিটার ড্রেনের পানিও জমে যায় সড়কে।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ড্রেনে ময়লা আবর্জনা ফেলে ভরাটের কারণে এমন দুরবস্থা। এছাড়া সময়মতো ড্রেন পরিস্কার না করাকেও দুষছেন তারা।
কক্সবাজার পৌরবাসীর আশঙ্কা বর্ষায় ভারী বৃষ্টিপাত হলে থমকে যাবে পর্যটন নগরী।