কেন্দ্রীয় যুবদলের নূতন কমিটি: দুমকীতে আনন্দ মিছিল

দুমকী
  © টিবিএম

যুবদলের কেন্দ্রীয় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে দুমকী উপজেলা যুবদলের নেতারা। বুধবার(১০ জুলাই) বেলা ১১টায় উপজেলার নতুন বাজারের আল মামুন সুপার মার্কেটের সামনে থেকে এই মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ। অপর দিকে বিকেল ৫ টায় উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফের নেতৃত্বে উপজেলা বিএনপি কার্যালয়ে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে নতুন বাজার ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

সকালের মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মো: জসিম উদ্দিন হাওলাদার, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সম্ভু, হাবিবুর রহমান নান্নু, শ্রীরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আমীর হোসেন খান প্রমুখ। অপরদিকে বিকেলের মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান (লাল মিয়া), জাকির আলম মিলন, শামীম হাওলাদার, সাইদুর রহমান খান প্রমুখ। 

উল্লেখ্য, গতকাল সকালে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করা হয়।