হরিণাকুণ্ডুতে প্রতিষ্ঠান প্রধানদের কাছে বই প্রদান

হরিণাকুণ্ডু
  © সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে সম্মেলন এবং বই উপহার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার শ্রীপুর গ্রামের গ্রামের গণ্ডি পেরিয়ে উপজেলার ৫১টি কলেজ, স্কুল ও মাদ্রাসার প্রধানদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ শনিবার সকাল সাড়ে নয়টায় উপজেলার সালেহা বেগম ডিগ্রী কলেজ মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করে হরিণাকুণ্ডু উপজেলার সংগঠন “ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম। ” সম্মেলন বাস্তবায়নে ছিল শ্রীপুরের ছাত্রদের সংগঠন “ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব শ্রীপুর (এসডাব্লিউএএস)।”

আয়োজকরা জানান, অনুষ্ঠানে হরিণাকুন্ডু্র ৫১টি স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রধানগণের উপস্থিতিতে প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য ১টি বাংলা ব্যাকরণ, ১টি ইংরেজি গ্রামার ও ১টি করে সাধারণ জ্ঞান বই উপহার দেয়া হয় এবং প্রত্যেক প্রতিষ্ঠানে বাংলা, ইংরেজি, অংক ও সাধারণ জ্ঞান বিষয়ে বছরে দুইবার অন্ত:স্কুল এবং বছর শেষে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়ে সমগ্র হরিণাকুন্ডুর মধ্যে একটি  আন্ত:স্কুল "মেধা অন্বেষণ প্রতিযোগিতা" অনুষ্ঠানের ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়। 

জানা যায়, শ্রীপুরের  শিক্ষার্থীদেরকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং বিসিএসসহ যেকোনো চাকরি পরীক্ষার বিষয় ও প্রশ্নের ধরন সম্পর্কে সচেতন করার জন্য বেশ কয়েক বছর ধরে শ্রীপুরে ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’র আয়োজন করে আসছে এসডাব্লিউএএস।

তবে শ্রীপুর পেরিয়ে এবার পুরো হরিণাকুন্ডু উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে ক্রমান্বয়ে এই এসোসিয়েশনের আদর্শে  উদ্বুদ্ধ করা এবং উপজেলায়  সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী যাতে যেকোনো ভর্তি ও চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে সেই লক্ষ্যে ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ কর্মসূচীটি ধাপে ধাপে সমগ্র উপজেলায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সংগঠনটি।