যশোরে অস্ত্র ও গুলিসহ ভুয়া ডিবি পুলিশ আটক

যশোর
আটককৃত আসামী- দুর্জয় বাবু ঘোষ  © টিবিএম

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে, দেশীয় তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলিসহ এক ভুয়া ডিবি পুলিশ কে আটক করা হয়েছে। আটক ভুয়া ডিবি পুলিশ, যশোর কোতোয়ালি থানার হাজী মোহাম্মদ মহসিন রোড বড়বাজারের মৃত চিত্তরঞ্জন ঘোষের ছেলে দুর্জয় বাবু ঘোষ। যশোর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, যশোর শহরের বেজপাড়া শ্রী ধর পুকুরপাড় এলাকার তরুণ কুমার দে'র ভাড়াটিয়া দুর্জয় ঘোষ বাবু কে,১২ জুলাই সন্ধ্যায় আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত আসামী দুর্জয় বাবু ঘোষ স্বীকার করেন।সে দির্ঘদীন যাবৎ ডিবি পুলিশের পরিচয় দিয়ে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি (ওয়ার্লেস), হ্যান্ডকাফসহ পুলিশি প্রভাব খাটিয়ে মানুষকে হয়রানী ও বিভিন্ন রকমের অনৈতিক সুবিধা ভোগ করে আসছে। 

একপর্যায়ে ধৃত আসামী তার নিজ হাতে তাহার বসবাসরত ফ্লাটের কক্ষের ওয়ারড্রপের নিচের ড্রয়ার থেকে একটি কালো রংয়ের ওয়াকিটকি সেট (ওয়ার্লেস), দু'টি চাইনিজ কুড়াল, দু'টি ফালার মাথা, একটি হাসুয়া, একটি ছুরি, একটি রিফ্লেটিং ভেস্ট, চার জোড়া হ্যান্ডকাফ, ৫ টি রাবার বুলেট, একটি শটগানের (লেডবল) কার্তুজ, ১২ টি শটগানের বিস্ফোরিত কার্তুজ উদ্ধার করেন।

এঘটনায় আসামীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।