নীলফামারীর "ক্কারী আবুল হোসেনকে" হত্যার প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত
- জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি;
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৮:১৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৪, ০৮:১৭ PM
-11618.jpg)
নীলফামারীর সদর উপজেলায় এক মক্তব শিক্ষক ক্কারী আবুল হেসেন( ৫০) কে হত্যার প্রতিবাদে তার খুনিদের বিচারের দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে তেঁতুলিয়ায় চৌরাস্তা বাজার তেতুল তোলায় উপজেলা শাখা মউশিক শিক্ষক কল্যান পরিষদের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,মউশিক শিক্ষক উপজেলা শাখা সভাপতি মাঃ বাকি বিল্লাহ,সাধারন সম্পাদক রবিউল আলম রিপন,সাংগঠনিক সম্পাদক শাহাজাহান আলী,আবুল বাসার, হাজি বিল্লাল হোসেন প্রমুখ।
নিহত নীলফামারীর মক্তব শিক্ষক ক্বারী আবুল হোসেন (৫০) একই ইউনিয়নের অচিনতলা গ্রামের মৃত সবীর উদ্দিনের ছেলে। তিনি ইসলামী ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক গণশিক্ষা কাযাক্রমের একটি মক্তবের শিক্ষকতায় দায়িত্ব পালন করতেন। এসসয় বক্তারা দোষীদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।