উত্তরায় নর্দার্ন ইউনিভার্সিটি ও বাড্ডায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ২
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৩:১৬ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৪, ০৩:১৬ PM
-11820.jpg)
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে ঢাকার উত্তরা ও বাড্ডা এলাকায় দুইজন নিহত হয়েছেন। নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে উত্তরায় একজন নিহত হয়েছেন।
ওই ব্যক্তিকে বাংলাদেশ মেডিকেল কলেজের উত্তরা শাখার জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জরুরি বিভাগের নার্স সুপারভাইজার শাহিদা বেগম। ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। শাহিদা বলেন, হাসপাতালে এখনও বহু মানুষ চিকিৎসার অপেক্ষায় আছেন।
অন্যদিকে রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকায় পুলিশের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে আরেকজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম দুলাল মাতবর। তিনি পেশায় হাইএস চালক। সংঘর্ষের সময় তিনি ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন।
হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক রুবেল হোসেন বলেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।